
ডায়মন্ড হারবারে পুলিশের জোরালো অভিযান চলাকালীন ভুয়ো সিবিআই, ইডি, সিআইডি ও অন্যান্য সরকারি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে ৫ জন গ্রেফতার হয়েছেন। অভিযোগ, এরা দক্ষিণ ২৪ পরগনার একাধিক বাসিন্দাকে ভয় দেখিয়ে অর্থ বা অন্যান্য সুবিধা আদায় করত। অভিযুক্তরা ১৪ নং ওয়ার্ডে একটি অফিস খোলার পাশাপাশি লোগো, ব্যাজ, আইকার্ড তৈরি করত এবং সরকারি লোগো নকল করত। তাদের কার্যক্রমের ধরন বলিউডের জনপ্রিয় ছবি ‘স্পেশাল ২৬’-এর মতো ছিল। তদন্তে পুলিশের নজরদারিতে উঠে আসে এদের মূল অফিস দক্ষিণ দিনাজপুরে। গ্রেফতারকৃতরা হলেন সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা ও জামাল হালদার। পুলিশের অতিরিক্ত সুপার মিতুন কুমার দে জানান, অভিযোগ দায়েরের পর থেকেই তদন্ত শুরু হয় এবং অভিযুক্তদের গতিবিধি নজরে রাখা হয়। গ্রেফতার হওয়া চক্রের কিংপিন কলকাতার লেক থানার ফাল্গুনী চট্টোপাধ্যায়। এ ঘটনায় পুলিশ আরও গভীর তদন্ত চালাচ্ছে, যাতে অন্যান্য সংস্থার সাথেও কোনো যোগাযোগ থাকলে সেসব উন্মোচিত করা যায়।














