
বীরভূমের মুরারইয়ের অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর পরিবারকে বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের ঘটনায় সুপ্রিম কোর্টে বড় প্রশ্ন উঠল। আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি, তাঁর স্বামী ও পাঁচ বছরের শিশুপুত্রকে দিল্লি পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয় বলে অভিযোগ। পরিবারের দাবি, তাঁদের কোনও বৈধ নথি খতিয়ে না দেখেই শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি বলে ধরে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিএসএফ তাঁদের সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তবে কোন সীমান্ত এলাকা দিয়ে তাঁদের পাঠানো হয়েছে, তা জানায়নি। এই ঘটনার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জবাব দিতে বলেছে কোন নীতির ভিত্তিতে এভাবে পুশব্যাক করা হল? শুধুমাত্র ভাষার কারণে কি কাউকে ভিনদেশি হিসেবে বিবেচনা করা যায়? কেন্দ্রের কাছে আদালত স্পষ্ট SOP চেয়েছে। মানবাধিকার ও নাগরিক অধিকারের প্রশ্নে মামলাটি এখন জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রে।














