Image

আরএসএসের ১০০ বছরের যাত্রা: নতুন দিগন্ত

আরএসএস প্রধান মোহন ভাগবত ‘আরএসএসের ১০০ বছরের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক তিন দিনের অনুষ্ঠানে বলেছেন, ভারতের জনসংখ্যা নীতি অনুযায়ী প্রতিটি পরিবারে তিন সন্তান থাকা উচিত। তিনি উল্লেখ করেছেন, বর্তমানে ভারতের জনসংখ্যার বৃদ্ধি বিশ্বপর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ। ভাগবত বলেন, “জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্য ২.১ সন্তান। তবে প্রতিটি নাগরিকের দায়িত্ব, তাদের পরিবারে যেন তিনটি সন্তান থাকে।” তিনি এই নীতি বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন এবং নতুন প্রজন্মকে সচেতন করে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগোতে হবে বলে মনে করেন। বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সরকারের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগও প্রয়োজন। জনসংখ্যা সংক্রান্ত এই বিতর্ক ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটেও আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে।

প্রধানমন্ত্রী অবসর প্রসঙ্গে মোহন ভাগবত:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স ৭৫ হতে আর মাত্র কয়েক দিন বাকি। এমন অবস্থায় ফের সরগরম জাতীয় রাজনীতি। প্রশ্ন উঠছে— লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর জোশীদের মতোই কি এবার বয়সের কারণে মোদি সরে দাঁড়াবেন? কয়েক মাস আগে মোহন ভাগবতের একটি বক্তব্যে এই বিতর্ক আরও জোরালো হয়েছিল। তাঁর মন্তব্য ছিল, “বয়স ৭৫ হলে থেমে যাওয়া উচিত।” রাজনৈতিক মহল ধরে নিয়েছিল, এটি সরাসরি মোদিকে উদ্দেশ্য করেই বলা। তবে এবার ভাগবত নিজেই পরিষ্কার জানালেন, তিনি কাউকে অবসর নিতে বলেননি। তাঁর দাবি, ওই মন্তব্য ছিল সাধারণ বক্তব্য, বিশেষ কারও প্রতি নয়। তবে বিরোধীরা ইতিমধ্যেই এই ইস্যু নিয়ে বিজেপিকে ঘিরে তোপ দাগছে। বিজেপি শিবির অবশ্য বলছে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বেই দেশ এগিয়ে চলেছে এবং অবসর নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। ভাগবতের ব্যাখ্যা সত্ত্বেও রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। ৭৫-এর দোরগোড়ায় দাঁড়িয়ে মোদির ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়েই এখন দেশের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Releated Posts

চোলাই বন্ধ হলেও আঠা, কাশির সিরাপ ও ব্রাউন সুগারে ডুবছে যুবসমাজ ।

দক্ষিণ দিনাজপুর: এক সময় চোলাই মদের দাপটে নাজেহাল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা পুলিশের লাগাতার অভিযানে বর্তমানে বহু…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025

এলাকাদখলের লড়াইয়ে বোমা-গুলিতে মৃত্যু অষ্টম শ্রেণির কিশোরীর, ইসলামপুরে চরম উত্তেজনা ।

উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর এলাকাদখলের লড়াইয়ের…

ByByKolkata NewsDec 14, 2025
Scroll to Top