
বিহার বিধানসভা ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি। দারভাঙ্গায় রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে ছড়াল চরম বিতর্ক। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে আপত্তিকর স্লোগান ও অশালীন মন্তব্য করা হচ্ছে। উপস্থিত কয়েকজন কর্মী ‘ভোট চোর, গদ্দি ছোড়’-এর মতো স্লোগান দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণে নেমে পড়েন।

এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি একে কুৎসিত রাজনীতির নিদর্শন বলে কটাক্ষ করেছে। অন্যদিকে কংগ্রেস ও আরজেডি শিবিরের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিরোধীরা বলছে, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে ভোটের প্রচারের মাঝে এমন কদর্য মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। ভোটের আগে এই বিতর্ক ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।














