
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের জাপান সফরে। টোকিওয় ভারতের সঙ্গে জাপানের একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির রোডম্যাপ। আগামী ১০ বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে জাপান, যা ভারতের প্রযুক্তি, অবকাঠামো ও গবেষণা ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান, দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ‘নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব’ শীর্ষক বিবৃতি জারি করেছেন।
এই চুক্তি কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার দিকেও গুরুত্ব আরোপ করেছে। একই সঙ্গে মোদি আবারও স্পষ্ট জানিয়েছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে জাপান। সফরের বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মোদি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে টোকিও থেকে সেন্ডাই পর্যন্ত বুলেট ট্রেনে যাত্রা করেন। এই প্রতীকী সফর দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। ফলে প্রতিরক্ষা, মহাকাশ ও অবকাঠামো খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

















