
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশিত দাগিদের তালিকায় উঠে এসেছে একঝাঁক তৃণমূল ঘনিষ্ঠ নাম। শনিবার প্রকাশিত তালিকায় মোট ১ হাজার ৮০৪ জন শিক্ষকের নাম রয়েছে, যাদের চিহ্নিত করা হয়েছে অযোগ্য হিসেবে। তবে তালিকায় কেবল নাম ও রোল নম্বর থাকায় প্রকৃত পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কেউ কাউন্সিলর, কেউ আবার প্রাক্তন মন্ত্রীর কন্যা, কেউ বা সরাসরি তৃণমূলের পরিচিত নেতা-নেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে উঠে এসেছেন।

শহর থেকে গ্রাম, রাজ্যের নানা প্রান্তের মানুষ রয়েছেন এই তালিকায়। রাজনৈতিক মহলের দাবি, তালিকার অধিকাংশের যোগসূত্র শাসক দলের সঙ্গে, ফলে স্বাভাবিক ভাবেই তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। কেউ কেউ মনে করছেন, এটা নিছক সমাপতন নয়, বরং শাসক দলের প্রভাব খাটিয়েই এই নিয়োগ দুর্নীতি ঘটেছে। অন্যদিকে, তালিকা প্রকাশ হলেও ঠিকানা বা কর্মস্থলের নাম না থাকায় নাম বিভ্রাটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে কাটাছেঁড়া বাকি থাকলেও আপাতত আলোচনার কেন্দ্রবিন্দু তৃণমূল ঘনিষ্ঠ ‘অযোগ্য’ শিক্ষকরা।














