কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে নিশানা, ‘আচার্যের দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি স্বশাসন নয়’ কটাক্ষ ব্রাত্য বসুর।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের শিক্ষাক্ষেত্রে তোলপাড় করা বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে-কে সরাসরি নিশানা করে তিনি বলেন, “উচ্চশিক্ষা দফতরের দিকে তাকিয়ে কর্তাভজা হওয়া যেমন ক্ষতিকর, তেমনি আচার্যের দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি হওয়াও কোনও স্বশাসন নয়।” শিক্ষামন্ত্রীর অভিযোগ, আচার্যের তরফে যাঁরা উপাচার্য নিযুক্ত হয়েছেন তাঁদের অনেককেই সুপ্রিম কোর্ট যোগ্য বলে মনে করেনি।
তিনি আরও কটাক্ষ করেন, “যাওয়ার আগে কিছু ঘোটালা করে বা পাবলিসিটি নেওয়ার চেষ্টা করাও শিক্ষার পক্ষে ক্ষতিকর।” মন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহল থেকে শিক্ষা অঙ্গন, সব জায়গায় তীব্র চর্চা শুরু হয়েছে। একদিকে উপাচার্যের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ব্রাত্য, অন্যদিকে আচার্যের ভূমিকার প্রতিও ক্ষোভ উগরে দিলেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্বশাসন বনাম নিয়ন্ত্রণের টানাপোড়েনের প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে।














