
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত অযোগ্য শিক্ষকের তালিকায় পার্থ নামে ৬ জন, অর্পিতা নামে ২ জন এবং জীবনকৃষ্ণ নামে ১ জনের নাম দেখা গেছে। তবে এদের কারও পদবির মিল নেই, শুধুই নামের মিল রয়েছে। পার্থদের নাম তালিকার ৯৯১ থেকে ৯৯৬ নম্বরে, অর্পিতাদের ১৬৩ ও ১৬৪ নম্বরে এবং জীবনকৃষ্ণের নাম ৫৭০ নম্বরে অন্তর্ভুক্ত। তালিকা প্রকাশিত হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে; একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক এবং তাঁদের ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে।

কখনও কারও মেয়ে, কখনও ঘনিষ্ঠরাও তালিকায় স্থান পেয়েছে। ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছিল, এরপর থেকেই অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ নিয়ে তোলপাড় চলছে। এই তালিকা প্রকাশ দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিরোধী দলগুলোর তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে।














