• Home
  • রাজ্য
  • বিকল ফায়ার এক্সটিংগুইশার, শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ।
Image

বিকল ফায়ার এক্সটিংগুইশার, শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ।

শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য।

সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, আবাসনের একটিও ফায়ার এক্সটিংগুইশার কার্যকর ছিল না—সবগুলির মেয়াদ অনেক আগেই পেরিয়ে গিয়েছিল এবং দীর্ঘদিন ধরে রিফিল বা রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে আগুন লাগার মুহূর্তে তা নেভানোর কোনো প্রাথমিক ব্যবস্থা ছিল না। স্থানীয় বাসিন্দারা অসহায় হয়ে পড়েন এবং দমকল আসার আগ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। হঠাৎ একটি ফ্ল্যাটে বিকট শব্দ শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা তলা। সেই ফ্ল্যাটে থাকতেন চিকিৎসক অনুরাণ ভাদুড়ি, যিনি তখন হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তিনি জানান, “হাসপাতালে থাকাকালীন খবর পাই আমার ফ্ল্যাটে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে—নথি, আসবাব, কিছুই রইল না। মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।”

খবর পেয়ে দুর্গাপুর দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের সাব-অফিসার পূর্ণেন্দু ভৌমিক বলেন, “জলের সরবরাহ না থাকায় কিছুটা সমস্যা হয়েছিল, তবে হতাহতের খবর নেই। এক্সটিংগুইশারগুলির মেয়াদোত্তীর্ণ হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বড় প্রশ্ন উঠেছে—আবাসনে নিয়মিত অগ্নি-নিরাপত্তা পরিদর্শন আদৌ হয় কি না, এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কতটা দায়িত্বশীল। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে ফায়ার সেফটি চেক প্রায় হয়ই না।

Releated Posts

দার্জিলিং মোড়ে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ক্ষতি কোটি টাকার

শিলিগুড়ির দার্জিলিং মোড়ে গভীর রাতে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় কোটি টাকারও বেশি সম্পত্তি ভস্মীভূত…

ByByKolkata NewsOct 27, 2025

শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?

শিলিগুড়ি নিউজ ডেস্ক: প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়ি পেয়েছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নতুন সম্পদ। কলকাতার নন্দনের পর বাংলার…

ByByKolkata NewsOct 26, 2025

এভারেস্ট বেস ক্যাম্পে রায়গঞ্জের জয়িতা, ইতিহাস গড়লেন জেলার প্রথম মহিলা হিসেবে ।

রায়গঞ্জের ইতিহাসে যুক্ত হল নতুন এক স্বর্ণালী অধ্যায়। প্রথমবারের জন্য রায়গঞ্জ থেকে কোনও মহিলা এভারেস্ট বেস ক্যাম্প (Everest…

ByByKolkata NewsOct 26, 2025

এনজেপির হোটেল থেকে উদ্ধার মৃ*তদেহ, নিখোঁজ স্বামী, তদন্তে পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা: নিউ জলপাইগুড়ি: এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByKolkata NewsOct 26, 2025
Scroll to Top