
প্রাথমিকে প্রায় ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে কলকাতার বিধানসভা গেটের সামনে উত্তাল হয়েছে রাজপথ। বুধবার সকালে শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পুলিশ তাদের চ্যাংদল্লা করে প্রিজন ভ্যানে তুলে নেয়, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হলেও বিক্ষোভকারীরা তাদের দাবি থেকে সরে আসেননি। চাকরিপ্রার্থীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আজই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, না হলে রাজপথ ছাড়বেন না। অনেকেই পুলিশের নির্মম ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
এছাড়াও, আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিচ্ছেন, “নেপাল থেকে শিক্ষা নিন, শূন্যপদে নিয়োগ দিন!”, এই স্লোগান ঘিরে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। চাকরিপ্রার্থীদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে, কারণ দীর্ঘদিন ধরে তারা সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন। সাধারণ মানুষও বিক্ষোভের কারণে ঘটমান দুর্ভোগের সাক্ষী হয়েছেন। রাজ্য রাজনীতির দিক থেকে এই ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শিক্ষাক্ষেত্রে শূন্যপদে নিয়োগের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ আরও বেড়েছে।














