
নিজস্ব প্রতিনিধি, পানাগড় : পানাগড়ের রেলপাড়ের ট্যাংকি তলা এলাকায় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে কাঁকসারজু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মালিক পাল (৫৫)। ট্যাংকিতলার বাসিন্দা মালিকবাবু দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরাই তার খোঁজখবর রাখতেন। কিন্তু কয়েকদিন ধরে তাকে আর দেখা যাচ্ছিল না। শুক্রবার সকাল থেকে আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা খোঁজ শুরু করেন। দেখা যায় দুর্গন্ধ আসছে মালিকবাবুর বাড়ি থেকে।
খবর পেয়ে পুলিশ এসে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে। ঘরে প্রবেশ করে দেখা যায় মালিক পাল বারান্দায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ৩–৪ দিন আগেই তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহে পচন ধরে গেছে।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।














