
রাজনগর, বীরভূম: একাধিক দাবি ও অভিযোগকে সামনে রেখে শনিবার রাজনগরে গণ ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজনগর ব্লকের বিডিও এবং বিএলআরও-কে এই ডেপুটেশন প্রদান করা হয়।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেহাল রাস্তার সংস্কার, জল জীবন জল মিশন প্রকল্পে দুর্নীতি, আবাস যোজনায় স্বজনপোষণ, পাট্টা জমি বিলিতে দুর্নীতি, অবৈধ বালি পাচার, বালির দাম নিয়ন্ত্রণসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দাবি জানানো হয়েছে।
এই গণডেপুটেশনের নেতৃত্বে ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই, মণ্ডল সভাপতি সুমিত দত্ত, ধনঞ্জয় দাস, রাজ্য কমিটির সদস্য শ্যামল গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা সঞ্জয় সেনসহ অসংখ্য কর্মী ও সমর্থক।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করেও কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডেপুটেশনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
(বীরভূমের রাজনগর থেকে সফিউল আলম ও সাগর বাউড়ীর রিপোর্ট)















