
মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম : রাজনগর ব্লকের চন্দ্রপুর ও রাজনগর থানার অন্তর্গত দুর্গাপুজোর আয়োজকদের হাতে সরকারি অনুদান তুলে দেওয়া হলো। শনিবার রাজনগর বিডিও অফিসের সভাকক্ষে এই অনুদান প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।
কারা উপস্থিত ছিলেন মঞ্চে?
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী ডিএসপি হেড কোয়ার্টার তৌহিদ আনওয়ার রাজনগর বিডিও শুভাশীষ চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বিধায়কের আপ্ত সহায়ক দীপক রায় রাজনগর থানার ওসি তাপস দত্ত চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর উপপ্রধান সেখ সেলিম সহ আরও অনেকে।
পুজো আয়োজকদের হাতে অনুদান
মঞ্চে উপস্থিত অতিথিরা বিভিন্ন দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন।
বিধায়কের বক্তব্য ও প্রতিক্রিয়া
অনুষ্ঠানে বিধায়ক বিকাশ রায়চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে পুজোয় সরকারি অনুদান প্রদানের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। সভাকক্ষের বাইরে মিডিয়ার মুখোমুখি হয়েও তিনি রাজ্যের উদ্যোগকে ইতিবাচকভাবে তুলে ধরেন।
রাজনগরের সাংস্কৃতিক আবহে পুজোর আয়োজকদের হাতে সরকারি অনুদান পৌঁছে দেওয়ায় আয়োজকদের মধ্যে খুশির পরিবেশ লক্ষ্য করা যায়।















