
ভুলভাল টাইপ করা মেসেজের ফাঁদে পড়ছে সাধারণ মানুষ, গায়েব হচ্ছে লক্ষ লক্ষ টাকা, হরিয়ানা-রাজস্থান থেকে গ্রেফতার দুই প্রতারক।
ভুলভাল টাইপ করে পাঠানো মেসেজ আসলেই হয়ে যান সাবধান। সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। বেশ কিছু মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দীর্ঘ তল্লাশির পর অবশেষে পুলিশের ফাঁদে প্রতারকরা। হরিয়ানা ও রাজস্থান থেকে অভিযান চালিয়ে মূল পান্ডা আকিল ও আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। আকিল হরিয়ানার ফিরোজপুরের বাসিন্দা এবং আরিফ রাজস্থানের আলোওয়ার এলাকার
বাসিন্দা। প্রতারণার জালে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
















