• Home
  • চাকরি
  • DRCSC-র উদ্যোগে বেকার যুবতীদের সেলাই মেশিন ও সরঞ্জাম বিতরণ, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিশা
Image

DRCSC-র উদ্যোগে বেকার যুবতীদের সেলাই মেশিন ও সরঞ্জাম বিতরণ, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিশা

নিজস্ব সংবাদদাতা: মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: বেকার যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে প্রশংসনীয় পদক্ষেপ নিল DRCSC সংস্থা। NETZ Bangladesh ও BMZ-এর অর্থ সাহায্যে, DRCSC-র রাজনগর শাখার পক্ষ থেকে ১১ জন যুবতীকে সেলাই মেশিন, বৈদ্যুতিক মোটর ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে।

নতুন দিশা যুবতীদের জন্য

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই আরও ৬ জন যুবতীকে বিউটিশিয়ান সরঞ্জাম প্রদান করা হবে। এঁরা সকলেই লোকপুরের স্বস্তি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে “মর্যাদা প্রকল্পের” সহায়তায় ছ’ মাসের প্রশিক্ষণ নিয়েছেন।

পূর্ববর্তী উদ্যোগ

এর আগে ৬ জন যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ২০২৪ সালে ৭ জন যুবক-যুবতীকে টেলারিং ও বিউটিশিয়ান প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। বর্তমানে তাঁরা সবাই নিজেদের পরিবারের জন্য আয়ের পথ তৈরি করতে সক্ষম হয়েছেন।

সংস্থার বক্তব্য

DRCSC-র প্রতিনিধিরা জানিয়েছেন, পিছিয়ে পড়া পরিবারের যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের ভবিষ্যৎ আয় বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

স্থানীয় প্রতিক্রিয়া

সেলাই মেশিন ও অন্যান্য সরঞ্জাম হাতে পেয়ে যুবতীরা অত্যন্ত আনন্দিত। তাঁদের মতে, এই উদ্যোগ তাঁদের জীবনে আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংস্থার কার্যক্রম

উল্লেখযোগ্যভাবে, ২০১২ সাল থেকে DRCSC সংস্থা শুধু আয়বৃদ্ধির সুযোগই নয়, বরং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সচেতনতাও গড়ে তুলছে এলাকাবাসীর মধ্যে।

Releated Posts

ভারত ও ব্রিটিশ সম্পর্ক নতুন উচ্চতায়, বৈশ্বিক স্থিতিশীলতার ভিত্তি হবে অংশীদারিত্ব – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

নয়াদিল্লি, বৃহস্পতিবার: ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের…

ByByKolkata NewsOct 10, 2025

কুমারী পূজোর পর এবার লক্ষ্মী রুপে নিজের মেয়েকে পুজো দম্পতির।

আজ কোজাগরী, গোটা বঙ্গ জুড়ে চলছে দেবী লক্ষ্মীর আরাধনা। কিছুদিন আগেই কুমারী পূজোর পর এই প্রথমবার কৃষ্ণনগরের নাঘাটার…

ByByDebadrita SarkarOct 6, 2025

বসিরহাটে মানবিকতার দৃষ্টান্ত: শারদীয় উৎসবে দুস্থদের নতুন বস্ত্র ও খাবার বিতরণ ।

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: শারদীয় দুর্গাপূজা মানেই আনন্দ, উৎসব আর মিলনমেলা। কিন্তু সমাজের অনেক মানুষ এখনও জীবনের মৌলিক চাহিদা…

ByByKolkata NewsSep 28, 2025

আয়ের উৎস মদ বিক্রি বন্ধ হওয়ায় শুরু হয় তিন প্রতিবন্ধী ভাইবোনের জীবনের লড়াই: পরিবার চালাতে এগিয়ে এলেন গ্রামবাসীরা ।

মহম্মদ সফিউল আলমের রিপোর্ট, রাজনগর, বীরভূম: বীরভূম জেলার রাজনগর পঞ্চায়েতের অন্তর্গত শংকরপুর ডিহি গ্রামে বসবাস করেন একই পরিবারের…

ByByKolkata NewsSep 28, 2025
Scroll to Top