
কাঁকসা, পশ্চিম বর্ধমান: শুক্রবার সন্ধ্যায় কাঁকসা হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদ্রা। সকাল থেকেই আকাশে মেঘলা আবহাওয়া, সন্ধ্যা নামতেই শুরু হয় প্রবল বর্ষণ। কিন্তু বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ ভিড় জমান শুধুমাত্র এক ঝলক বলিউড অভিনেত্রীকে দেখার জন্য।
ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে পূজোর সূচনা করেন জয়াপ্রদ্রা। এরপর মঞ্চে উদ্যোক্তা পল্লব ব্যানার্জি ও পূজো কমিটির সম্পাদিকা বৈশাখী ব্যানার্জি অভিনেত্রীকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান। মঞ্চে উঠে জয়াপ্রদ্রা নাচ ও গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজো কমিটির সম্পাদিকা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউড়ি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, কাঁকসা থানার আধিকারিকরা ও এলাকার বিশিষ্ট জনেরা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর তাদের পুজো ১২ বছরে পদার্পণ করেছে। প্রতি বছরই উদ্বোধনে বিশেষ চমক থাকে। যেহেতু এটি মহিলাদের পরিচালিত পূজা, তাই প্রতিবছরই কোনো না কোনো মহিলা অভিনেত্রীকে দিয়ে উদ্বোধন করানো হয়। এবছর সেই ধারাবাহিকতায় হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদ্রাকে আমন্ত্রণ জানানো হয়।
শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, পূজো উপলক্ষে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিও নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। উদ্বোধনের দিন থেকেই পূজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।














