• Home
  • রাজ্য
  • আয়ের উৎস মদ বিক্রি বন্ধ হওয়ায় শুরু হয় তিন প্রতিবন্ধী ভাইবোনের জীবনের লড়াই: পরিবার চালাতে এগিয়ে এলেন গ্রামবাসীরা ।
Image

আয়ের উৎস মদ বিক্রি বন্ধ হওয়ায় শুরু হয় তিন প্রতিবন্ধী ভাইবোনের জীবনের লড়াই: পরিবার চালাতে এগিয়ে এলেন গ্রামবাসীরা ।

মহম্মদ সফিউল আলমের রিপোর্ট, রাজনগর, বীরভূম: বীরভূম জেলার রাজনগর পঞ্চায়েতের অন্তর্গত শংকরপুর ডিহি গ্রামে বসবাস করেন একই পরিবারের তিন প্রতিবন্ধী ভাইবোন— সুন্দরী মুর্মু (৪৮), সিংহ মুর্মু (৪৩) ও দারোগা মুর্মু (৪১)। শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম হওয়ায় তাদের জীবিকা নির্বাহের পথ দীর্ঘদিন ধরেই ছিল কষ্টকর ও অনিশ্চিত।

২০১৯ সালে সুন্দরী মুর্মু ডিআরসিএসসি সংস্থা পরিচালিত স্বনির্ভর দলে যুক্ত হন। সে সময় তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল মদ বিক্রি, যা গ্রামবাসীদের জন্য নেশা ও সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্বনির্ভর দলের সদস্য ও সংস্থার কর্মীদের উদ্যোগে নানা প্রতিকূলতার মধ্যেও শেষমেশ তাদের পরিবারকে ওই ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয়।

ব্যবসা বন্ধ হওয়ার পর থেকেই শুরু হয় কঠিন সংগ্রাম। পরিবারের একমাত্র আয় এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে মাসে ১০০০ টাকা এবং রেশন বাবদ চাল-আটা। চিকিৎসা, পোশাক, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মিলিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র গ্রামবাসী ও সংস্থার সদস্যরা পাশে দাঁড়ান। ২০২৪ সালের আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ৫৪০০ টাকা সংগ্রহ করে তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট করানো হয়। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে তারা তিনজনই প্রতিবন্ধী সার্টিফিকেট পান এবং এপ্রিল মাসে মানবিক ভাতার জন্য রাজনগর ব্লকে আবেদন করেন।

তবে ভাতা চালু না হওয়ায় খাদ্য সংকট আরও বাড়তে থাকে। অবশেষে গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এলাকার ছয়টি গ্রামের প্রায় ১৭০ জন মানুষ একত্রিত হয়ে সাহায্যের হাত বাড়ান। তারা প্রায় ১৮০ কেজি চাল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তিন ভাইবোনের হাতে তুলে দেন।

এখন গ্রামের মানুষের একটাই দাবি—

“মানবিক ভাতা দ্রুত চালু করা হোক, তাহলেই এই তিন অসহায় ভাইবোনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”

Releated Posts

২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।

শিলিগুড়ি: সময়ের সঙ্গে বদলে গেছে শহরের চেহারা, বদলেছে ব্যবসার ধরনও। আধুনিক সাজ, ঝাঁ চকচকে কেক শপ, অনলাইন অর্ডারের…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025

রাজবংশী গৃহবধূ জ্যোৎস্না রায় রৌপ্য পদক জয় করে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন

রান্নাঘর আর সংসারের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এই দৃষ্টান্তই গড়লেন শিলিগুড়ির চম্পাসারী বটতলার বাসিন্দা জ্যোৎস্না রায়। রাজবংশী…

ByByKolkata NewsDec 16, 2025
Scroll to Top