• Home
  • ধর্ম
  • বসিরহাটে মানবিকতার দৃষ্টান্ত: শারদীয় উৎসবে দুস্থদের নতুন বস্ত্র ও খাবার বিতরণ ।
Image

বসিরহাটে মানবিকতার দৃষ্টান্ত: শারদীয় উৎসবে দুস্থদের নতুন বস্ত্র ও খাবার বিতরণ ।

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: শারদীয় দুর্গাপূজা মানেই আনন্দ, উৎসব আর মিলনমেলা। কিন্তু সমাজের অনেক মানুষ এখনও জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে পারেন না। উৎসবের দিনে নতুন পোশাক বা পেট ভরে খাবার পাওয়া তাঁদের কাছে যেন স্বপ্নের মতো। সেই স্বপ্নকেই বাস্তব করে তুললেন বসিরহাটের একদল উদ্যমী যুবক।

নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেই তাঁরা প্রমাণ করলেন—উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার আসল রূপ হলো মানবিকতা। দুর্গাপূজার প্রাক্কালে তাঁরা প্রায় ২০ জন দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেন এবং প্রায় ৩০০ জনের হাতে নতুন বস্ত্র বিতরণ করেন। তাঁদের এই উদ্যোগ শুধু বসিরহাট নয়, সমগ্র সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মানবিকতার উৎসব

অনুষ্ঠানে উপস্থিত এক যুবক বলেন, “আমাদের কাছে উৎসব মানে শুধু আলোকসজ্জা বা প্যান্ডেল ভ্রমণ নয়, উৎসব মানে সকলের মুখে হাসি ফোটানো। সমাজের যে মানুষগুলো পিছিয়ে রয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাই এই উদ্যোগ।”

এই ভাবনা থেকেই তাঁরা পরিকল্পনা করেন নতুন জামাকাপড় সংগ্রহের। এলাকার বিভিন্ন দিক থেকে মানুষ এগিয়ে এসে সহযোগিতা করেছেন। যার ফলেই এতজনের হাতে বস্ত্র পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। শুধু তাই নয়, পেট ভরে খাওয়ানোর উদ্যোগও নিয়েছেন তাঁরা। প্রায় ২০ জন অসহায় মানুষকে পূজোর দিনে খাবার খাইয়ে তাঁদের মুখে আনন্দের হাসি ফোটানোই ছিল মূল উদ্দেশ্য।

সমাজের কাছে বার্তা

বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা কিংবা অনিশ্চয়তার পরিবেশ যখন প্রায়শই সামনে আসে, তখন বসিরহাটের এই যুবকদের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। তাঁদের এই কাজ প্রমাণ করে—উৎসব মানে কেবল ব্যক্তিগত আনন্দ নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে মিলেমিশে চলা।

এই মহৎ উদ্যোগ স্থানীয় মানুষদেরও অনুপ্রাণিত করেছে। অনেকেই জানান, এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে আরও বৃহৎ পরিসরে হওয়া উচিত। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষরা উৎসবের আনন্দের সঙ্গে যুক্ত হতে পারবেন।

ভবিষ্যতের পরিকল্পনা

যুবকদের একজন জানিয়েছেন, তাঁরা শুধু দুর্গাপূজা নয়, ভবিষ্যতে অন্যান্য উৎসবের সময়ও এমন উদ্যোগ নিতে চান। যেমন শীতকালে কম্বল বিতরণ, শিশুদের জন্য শিক্ষাসামগ্রী প্রদান বা রক্তদান শিবিরের আয়োজন। তাঁদের মতে, সমাজের প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন প্রত্যেক মানুষকে সঙ্গে নিয়ে চলা হবে।

শারদীয় দুর্গাপূজার আবহে তাঁদের এই মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে বসিরহাট তথা সমগ্র বাংলার কাছে এক অনুপ্রেরণার বার্তা হয়ে রইল।

Releated Posts

২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।

শিলিগুড়ি: সময়ের সঙ্গে বদলে গেছে শহরের চেহারা, বদলেছে ব্যবসার ধরনও। আধুনিক সাজ, ঝাঁ চকচকে কেক শপ, অনলাইন অর্ডারের…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025

রাজবংশী গৃহবধূ জ্যোৎস্না রায় রৌপ্য পদক জয় করে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন

রান্নাঘর আর সংসারের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এই দৃষ্টান্তই গড়লেন শিলিগুড়ির চম্পাসারী বটতলার বাসিন্দা জ্যোৎস্না রায়। রাজবংশী…

ByByKolkata NewsDec 16, 2025
Scroll to Top