• Home
  • ত্রিপুরা
  • শিল্পীদের হাতেই উদ্বোধন! ধর্মনগরের ‘এগিয়ে চলো ক্লাব’-এর অনন্য উদ্যোগ
Image

শিল্পীদের হাতেই উদ্বোধন! ধর্মনগরের ‘এগিয়ে চলো ক্লাব’-এর অনন্য উদ্যোগ

ধর্মনগর: মহা মহাষষ্ঠীর পুণ্য লগ্নে নজির গড়ল ধর্মনগরের রাজবাড়ীস্থিত ঐতিহ্যবাহী এগিয়ে চলো ক্লাব। এ বছর কোনো বিশেষ ব্যক্তিত্ব নয়, বরং যাঁরা দিন-রাত এক করে পুজো প্যান্ডেল নির্মাণ করেছেন, সেই শিল্পীদের হাতেই সম্পন্ন হলো উদ্বোধন। এই অভিনব পদক্ষেপে ক্লাব সদস্যদের প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে শিল্পীরা ফিতে কেটে প্যান্ডেলে প্রবেশ করে প্রতিমার চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, “যাঁরা প্যান্ডেল নির্মাণের জন্য শ্রম দিয়েছেন, তারাই উদ্বোধনের প্রকৃত হকদার।”

এবারের পুজোর থিম ‘জীবন যুদ্ধ’। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এই সুসজ্জিত প্যান্ডেলের মূল কারিগর স্থানীয় এক তরুণ শিল্পী, মাত্র ১৯ বছর বয়সী বিরাজ ভট্টাচার্যী। ধর্মনগরের রাজবাড়ী এলাকার এই যুব শিল্পীর হাতে গড়ে উঠেছে এবারের চমকপ্রদ প্যান্ডেল। স্থানীয় উদ্যোগেই করা হয়েছে আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম।

ক্লাব সদস্যরা আরও জানান, প্রতি বছরের মতো এবছরও তাঁরা সামাজিক কর্মসূচির আয়োজন করেছেন এবং সারা বছর ধরেই নানা সেবামূলক কাজ চালিয়ে থাকেন।

উদ্বোধনী পর্বের শেষে উত্তর-পূর্বাঞ্চলের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত জুবিন গর্গ-এর প্রতিচ্ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিল্পীর স্মরণে পালিত হয় এক মিনিট নীরবতাও।

মানবিকতা ও সম্মানের এই অনন্য উদ্যোগে ধর্মনগরের দুর্গোৎসব যেন আরও এক নতুন মাত্রা পেল।

Releated Posts

জাঁকজমক পূর্ণভাবে বিসর্জন তকিপুরের বড় মা কালীর, সামিল লক্ষাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদন: বীরভূমের তকিপুরে শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে জাঁকজমক সহকারে বড় মা কালীর বিসর্জন অনুষ্ঠিত হল শনিবার। সকাল…

ByByKolkata NewsOct 25, 2025

গাইসাড়ায় খানকাহে বোখারিয়ায় “আই লাভ মোহাম্মদ” দাবিতে প্রতিবাদ সভা

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: বীরভূম জেলার গাইসাড়ায় অবস্থিত খানকাহে বোখারিয়ায় সম্প্রতি এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা…

ByByKolkata NewsOct 24, 2025

রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিমা নিরঞ্জনে কয়েক হাজার ভক্তের সমাগম ।

রাজনগর, বীরভূম, মহঃ সফিউল আলম: প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় ভক্তির মেলবন্ধনে আবারও প্রাণ ফিরে পেল রাজনগরের সিদ্ধেশ্বরী মন্দির…

ByByKolkata NewsOct 23, 2025

রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী মালিপাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে কালীপুজোয় ভক্তদের ভিড় ও ব্যস্ততা

রাজনগর, বীরভূম, মহঃ সফিউল আলম: বীরভূম জেলার রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী মালিপাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে কালীপুজো ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে…

ByByKolkata NewsOct 21, 2025
Scroll to Top