• Home
  • ত্রিপুরা
  • শিল্পীদের হাতেই উদ্বোধন! ধর্মনগরের ‘এগিয়ে চলো ক্লাব’-এর অনন্য উদ্যোগ
Image

শিল্পীদের হাতেই উদ্বোধন! ধর্মনগরের ‘এগিয়ে চলো ক্লাব’-এর অনন্য উদ্যোগ

ধর্মনগর: মহা মহাষষ্ঠীর পুণ্য লগ্নে নজির গড়ল ধর্মনগরের রাজবাড়ীস্থিত ঐতিহ্যবাহী এগিয়ে চলো ক্লাব। এ বছর কোনো বিশেষ ব্যক্তিত্ব নয়, বরং যাঁরা দিন-রাত এক করে পুজো প্যান্ডেল নির্মাণ করেছেন, সেই শিল্পীদের হাতেই সম্পন্ন হলো উদ্বোধন। এই অভিনব পদক্ষেপে ক্লাব সদস্যদের প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে শিল্পীরা ফিতে কেটে প্যান্ডেলে প্রবেশ করে প্রতিমার চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, “যাঁরা প্যান্ডেল নির্মাণের জন্য শ্রম দিয়েছেন, তারাই উদ্বোধনের প্রকৃত হকদার।”

এবারের পুজোর থিম ‘জীবন যুদ্ধ’। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এই সুসজ্জিত প্যান্ডেলের মূল কারিগর স্থানীয় এক তরুণ শিল্পী, মাত্র ১৯ বছর বয়সী বিরাজ ভট্টাচার্যী। ধর্মনগরের রাজবাড়ী এলাকার এই যুব শিল্পীর হাতে গড়ে উঠেছে এবারের চমকপ্রদ প্যান্ডেল। স্থানীয় উদ্যোগেই করা হয়েছে আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম।

ক্লাব সদস্যরা আরও জানান, প্রতি বছরের মতো এবছরও তাঁরা সামাজিক কর্মসূচির আয়োজন করেছেন এবং সারা বছর ধরেই নানা সেবামূলক কাজ চালিয়ে থাকেন।

উদ্বোধনী পর্বের শেষে উত্তর-পূর্বাঞ্চলের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত জুবিন গর্গ-এর প্রতিচ্ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিল্পীর স্মরণে পালিত হয় এক মিনিট নীরবতাও।

মানবিকতা ও সম্মানের এই অনন্য উদ্যোগে ধর্মনগরের দুর্গোৎসব যেন আরও এক নতুন মাত্রা পেল।

Releated Posts

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা, নীরবতা ভাঙলেন পালাশ, জল্পনার শেষ ।

ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা ও জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার পালাশ মুচ্ছলের বিয়ে নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনের অবসান…

ByByKolkata NewsDec 9, 2025

সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকীতে রাজনগরে ভক্তিময় অনুষ্ঠান ।

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় আস্থায় দিনভর…

ByByKolkata NewsNov 23, 2025

বীরভূমের রাজনগরে শ্মশান কালীর পুজো, ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত মন্দির চত্বর

প্রতি বছরের মতো এবারও রাজনগর এলাকায় শ্মশান কালীর পুজো উৎসবের আকারে উদযাপিত হলো। রাজনগর মালিপাড়া, ছোটবাজার, গাংমুড়ি এবং…

Scroll to Top