
বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর এর মধ্যেই উমার বিদায়ের সঙ্গে সঙ্গেই মা লক্ষ্মীর আগমন ঘটেছে। আর এই উপলক্ষেই বাজারে আকাশ ছোঁয়া দাম বেড়েছে বিভিন্ন জিনিসের। ফল, ফুল, শাক সবজি সহ দাম বেড়েছে দেবী প্রতিমার ও । দূর্গা পূজায় যে জিনিসের দাম নাগালের মধ্যে ছিল লক্ষ্মী পুজোয় তার আকাশ ছোঁয়া হয়ে পড়েছে। ফলে মধ্যবিত্ত বাঙালিরা সমস্যায় পড়েছেন।
শুধু ফলের বাজারেই না দাম বেড়েছে ফুলের বাজারেও , দূর্গা পূজার সময় পদ্মের দাম ছিল ১০ – ১৫ এর মাঝামাঝি কোজাগরীর সময় তার দাম বেড়েছে ২০ টাকা মূল্যের।
এছাড়া অনেকেই বাজার করতে এসে বাজে পরিস্থিতির স্বীকার হয়েছেন, তাদের দাবি সামান্য ছোট ফুলকপির দাম ৬০ টাকা, এছাড়া পটলের দাম বেড়েছে ৮০ টাকা । যেগুলো সাধারণ দিনে ৫০ – ৬০ টাকা মত।
এছাড়াও বেড়েছে বেগুন , ঢেঁড়স, বরবটি , টমেটোর দাম ও , এছাড়া কুমড়ো , শসার ও দাম বেড়েছে। আপেল, নাশপাতি , নারকেল সহ ফলের যেমন দাম বেড়েছে।
তেমনি দাম বেড়েছে দর্শকরমার দোকানে ছোট গামছা , মাঠা, ধুনো ইত্যাদি সব জিনিসপত্রের । তবে এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেই অনেক ছোট ছোট ব্যবসায়ীদের জীবন চলে, কিন্তু জিনিসপত্রের দাম নাগালের বাইরে হওয়ায় মধ্যবিত্ত বাঙালিদের মাথায় হাত পড়েছে ।














