
আজ কোজাগরী, গোটা বঙ্গ জুড়ে চলছে দেবী লক্ষ্মীর আরাধনা। কিছুদিন আগেই কুমারী পূজোর পর এই প্রথমবার কৃষ্ণনগরের নাঘাটার বাগচী পরিবারে ধুমধামের সঙ্গে পালিত হল লক্ষ্মী পূজোর,তবে এবছরে তারা পরিবারের কন্যা সন্তান কে লক্ষ্মী রুপে পুজো করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, চারিদিকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে মেয়েরা । বিভিন্ন শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাকে নিয়ন্ত্রণ করতেই এই বার্তা পরিবারের সদস্যদের।
নদীয়ার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী নাঘাটার ভাজনঘাট হাই স্কুলের শিক্ষক অর্জুন বাগচী, তার একমাত্র মেয়ে কে নিয়ে তিনি সারাক্ষণ উদ্বিগ্নে থাকেন । শিশু দের প্রতি নৃশংসতা ও যৌন নির্যাতনের মতো অসামাজিক কার্যকলাপ রূখতেই তার এই উদ্যোগ।
তাদের দাবি, মেয়ের জন্মের পরপরই তাদের পরিবারে সুখ- সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাদের দাবি, বহু জায়গায় মেয়েদের পিছনে ফেলে রাখার উদ্যোগ লক্ষ্য করা যায় যা কিছু মানুষের ভ্রান্ত ধারণা। তাদের বক্তব্য, কন্যা সন্তানের প্রতি এই মনোভাব মুছে ফেলার জন্যই এই সিদ্ধান্ত।














