
সোমবার নাগরা কাটায় দুই বিজেপি সাংসদের উপর হামলা চালানোয় তীব্র নিন্দা জানাই প্রধানমন্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় ইংরেজির পাশাপাশি এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করে বলেন, যে ভাবে দলের সহকারী কর্মীরা , যাদের মধ্যে একজন বিধায়ক আরেকজন সাংসদ রয়েছে — পশ্চিমবঙ্গে ভূমিধস ও বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা নিন্দনীয়।
এছাড়াও তিনি এও বলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা ও অসভ্য আচরণ রাজ্যের আইনশৃঙ্খলার করুণ পরিণতির প্রতিফলন।

আর তারপরেই সেই পোস্টে হিংসার জন্য সরাসরি রাজ্য সরকারকে নিশানা করেছেন মোদী। এছাড়াও তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের এই কঠিন পরিস্থিতিতে হিংসায় না জড়িয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার জলপাইগুড়ির নাগরা কাটায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উওরের বিজেপি বিধায়ক সাংসদ খগেন মুর্ম ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার দুপুর ১ টার সময় ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, এখন ও কাউকে গ্ৰেফতার করা হয় নি। এই নিন্দনীয় ঘটনায় কাউকে উল্লেখ না করেই সংযত থাকার কথা বললেন রাজ্য সরকার।














