
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হলেও, কংগ্রেস এই বিষয়ে মুখ খুলেনি বলে জানা গিয়েছে। তবে এবার একেবারে চিরাগকে বাগে আনতে সক্রিয় বিজেপি।বিরোধীদের ‘মহাসংগঠনে জট কাটছে না বিহারে!
লোক জনশক্তি পার্টি তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান দাবির তুলনায় আসন কম পেয়ে ক্ষুব্ধ বলে অভিযোগ। এছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচনেও দেখা যাচ্ছে নানা জল্পনা।
এই অবস্থায় মঙ্গলবার চিরাগের সঙ্গে বৈঠক করেছেন বিহার ভোটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ বিজেপি নেতারা। গত মাসে রাহুল গান্ধীর সঙ্গে ” ভোটার অধিকার” যাত্রায় অংশগ্রহণ করেছিলেন তেজস্বী । আর সেই সময়েই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এর দাবি করা হয়েছিল কিন্তু তা পূরন হয়নি।
এছাড়া দলিত নেতা উদিত রাজ বলেছেন, তেজস্বী এখনও বিজেপি বিরোধী জোটে মনোনীত নয় । এছাড়াও বলেন বিষয়টি নিয়ে পরে আলোচনা করা হবে।

















