• Home
  • দেশ-বিদেশ
  • দিল্লিতে কলেরা আতঙ্ক,ভড়ে যাচ্ছে হাসপাতালের বেড!
Image

দিল্লিতে কলেরা আতঙ্ক,ভড়ে যাচ্ছে হাসপাতালের বেড!

সারা দেশ যেন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে, একদিকে উওরবঙ্গের ভয়াবহ বন্যা, ধস তেমনি হু হু করে বেড়ে চলেছে দিল্লিতে কলেরা । বেশ কয়েকজন রোগীর মধ্যে দেখা যাচ্ছে এই লক্ষন। প্রচন্ড বমি , ডায়রিয়া নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে হাসপাতালে।

তেমনি ভাইরাল ফিভার, ডেঙ্গুর সঙ্গে সঙ্গে কলেরার ব্যাকটেরিয়ার দেখা মিলল রাজধানীতে। প্রাচীন কালে কলেরার প্রকোপ বাড়ার পর তার কমতে শুরু করেছিল কালের নিয়মের সঙ্গে , কিন্তু আবার সেই মারন ব্যাধি দেখা দেওয়ায় দিল্লির চিকিৎসকরা চিন্তিত।

দেখা যাচ্ছে, এই বছর দিল্লিতে কলেরা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে ‌ । এদের মধ্যে বেশির ভাগকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, আবার বেশিরভাগ জনই বমি, ডিহাইড্রেশন নিয়ে ভর্তি হচ্ছে।

তবে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, বেড়ে চলেছে জল দূষণ যার ফলে দিল্লি কলেরার শিকার হয়েছে। সরকারি সূত্রের খবর, দিল্লিতে ১০৪ টি ওয়ার্ডের মধ্যে ২৪০ জনের বেশি আক্রান্ত, যা এইবছরে বেশি সংখ্যক হয়ে দাঁড়িয়েছে।

সাধারণ মানুষ জানিয়েছেন, নিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ার ফলে নর্দমা গুলো থেকে ময়লা উপচে পড়ছে ফলে এই পরিস্থিতি। দিল্লিতে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পানীয় জল পরিষ্কারের ব্যবস্থা করছে এবং খাবার আগে সকলকে জল ফুটিয়ে খেতে বলছে।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন,উপসর্গ দেখলেই দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। শহরে বেড়েছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর প্রকোপ,  যার ফলে ধোঁয়া নির্গমন এবং মশা নিয়ন্ত্রণ প্রচেষ্টা জোরদার করেছে।        

Releated Posts

চোলাই বন্ধ হলেও আঠা, কাশির সিরাপ ও ব্রাউন সুগারে ডুবছে যুবসমাজ ।

দক্ষিণ দিনাজপুর: এক সময় চোলাই মদের দাপটে নাজেহাল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা পুলিশের লাগাতার অভিযানে বর্তমানে বহু…

ByByKolkata NewsDec 23, 2025

সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে সিউড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির ।

পতিত পাবন বৈরাগ্য ও সফিউল আলমের রিপোর্ট , সিউড়ী, বীরভূম: বীরভূম জেলার সদর শহর সিউড়ীতে মানবিকতার এক অনন্য…

ByByKolkata NewsDec 14, 2025

সিউড়িতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির, মানবিক উদ্যোগে এ কে আই ফাউন্ডেশন ।

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক পদক্ষেপ। সিউড়ির শালবুনিতে ছবির…

ByByKolkata NewsNov 23, 2025

গলসিতে সর্পদংশনে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামে ।

কোলকাতা নিউজ, পূর্ব বর্ধমান: সরলতা আর অসচেতনতার কারণে অকালে ঝরে গেল একটি ফুটফুটে প্রাণ। পূর্ব বর্ধমান জেলার গলসির…

ByByKolkata NewsNov 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top