• Home
  • ধর্ম
  • মাছ ধরতে গিয়ে যুবকদের জালে ধরা পড়ল দেবী দুর্গার মূর্তি, ভক্তি আর কৌতূহলে ভিড় গ্রামজুড়ে
Image

মাছ ধরতে গিয়ে যুবকদের জালে ধরা পড়ল দেবী দুর্গার মূর্তি, ভক্তি আর কৌতূহলে ভিড় গ্রামজুড়ে

পূর্ব বর্ধমান জেলার গলসি থানার দাদপুর গ্রামে হঠাৎই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দামোদর নদ থেকে উদ্ধার হলো এক দেবী মূর্তি, যা স্থানীয়দের অনুমান অনুসারে হিন্দু দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপ। শনিবার রাতে মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকই প্রথম মূর্তিটির খোঁজ পান।

সেদিন রাতে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ তাদের পায়ে অস্বাভাবিক কিছু ঠেকে। টর্চের আলো ফেলতেই তারা দেখতে পান জালে আটকে রয়েছে একটি পাথরের মূর্তি। অন্ধকার রাত এবং ধর্মীয় ভক্তির কারণে মূর্তিটি আর হাত না দিয়ে স্থানীয় যুবকেরা সেটিকে নদীর ধারে রেখে দেন। রবিবার সকালে পুনরায় ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি নদী থেকে তোলা হয়।

এরপর গ্রামের মানুষ একত্রিত হয়ে দেবীর মূর্তিটি দাদপুরের একটি স্থানীয় মন্দিরে স্থাপন করেন। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। উৎসুক মানুষের ভিড়ে এলাকা হয়ে ওঠে সরগরম। অনেকেই নদী থেকে মূর্তি উদ্ধারের ঘটনাকে অলৌকিক বলে মনে করছেন।

ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশও সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি পর্যালোচনা করে। তবে মূর্তিটি যেভাবে নদীতে এলো, তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই। অনেকের অনুমান, সম্ভবত দুর্গাপূজা বা বিসর্জনের সময় ভুলবশত বা অন্য কোনো কারণে মূর্তিটি নদীতে আটকে যায়। আবার কেউ কেউ বলছেন, প্রাচীন কোনো মন্দির বা ঘাটের ভাঙন থেকেই এটি ভেসে আসতে পারে।

স্থানীয় যুবকেরা জানিয়েছেন, মূর্তিটিকে হিন্দু শাস্ত্র অনুযায়ী পূজা-অর্চনা করে আনুষ্ঠানিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। গ্রামবাসীদের মধ্যে এ নিয়ে ভক্তি ও উৎসাহ উভয়ই লক্ষ্য করা যাচ্ছে। পুরো দাদপুর গ্রাম এখন এক অভিনব ঘটনার সাক্ষী হয়ে উঠেছে।

দেবীর মূর্তি উদ্ধারের এই ঘটনা কেবল দাদপুর নয়, গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয়রা একে দেবী দুর্গার আশীর্বাদ হিসেবেই মানছেন।

Releated Posts

দার্জিলিং মোড়ে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ক্ষতি কোটি টাকার

শিলিগুড়ির দার্জিলিং মোড়ে গভীর রাতে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় কোটি টাকারও বেশি সম্পত্তি ভস্মীভূত…

ByByKolkata NewsOct 27, 2025

শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?

শিলিগুড়ি নিউজ ডেস্ক: প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়ি পেয়েছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নতুন সম্পদ। কলকাতার নন্দনের পর বাংলার…

ByByKolkata NewsOct 26, 2025

এভারেস্ট বেস ক্যাম্পে রায়গঞ্জের জয়িতা, ইতিহাস গড়লেন জেলার প্রথম মহিলা হিসেবে ।

রায়গঞ্জের ইতিহাসে যুক্ত হল নতুন এক স্বর্ণালী অধ্যায়। প্রথমবারের জন্য রায়গঞ্জ থেকে কোনও মহিলা এভারেস্ট বেস ক্যাম্প (Everest…

ByByKolkata NewsOct 26, 2025

এনজেপির হোটেল থেকে উদ্ধার মৃ*তদেহ, নিখোঁজ স্বামী, তদন্তে পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা: নিউ জলপাইগুড়ি: এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByKolkata NewsOct 26, 2025
Scroll to Top