
বাজি বিতর্কের পর কোচবিহারের পুলিশ সুপারের (এসপি) পদ থেকে সরিয়ে দেওয়া হল দ্যুতিমান ভট্টাচার্যকে। কিছু দিন আগে বাজি সংক্রান্ত একটি বিতর্কে তাঁর নাম জড়িয়েছিল। তার পরেই নবান্ন থেকে এই পদক্ষেপ করা হল। দ্যুতিমান বাবুকে পাঠানো হয়েছে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর (স্যাপ) থার্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট পদে। তাঁর পরিবর্তে কোচবিহারের নতুন এসপি করা হয়েছে সন্দীপ কাররাকে। গত কয়েকদিন ধরে এই ঘটনা নিয়ে
গোটা কোচবিহার শহর ক্ষোভে ফেটে পড়েছিল। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের ঝড় উঠে আসছিল, সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ধরনের পোস্ট উঠে আসছিল। অবস্থা ভালো জায়গায় নেই দেখে নবান্ন উদ্যোগ নেয়। তারই ফলস্বরূপ কোচবিহারের পুলিশ সুপারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। গোটা কোচবিহার শহর গত তিনদিন ধরে একই দাবি করছিল, কেন একজন নিরীহ মানুষের উপর অত্যাচার চালানো হলো। শুধুমাত্র প্রশাসনে আছেন বলেই, তারই ফলস্বরপ সরিয়ে দেওয়া হল কোচবিহারের পুলিশ সুপার কে।














