
নিজস্ব সংবাদদাতা: নিউ জলপাইগুড়ি: এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। মৃতার নাম পূজা দাস, বাড়ি বিহারের কাঠিহারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ তারিখ পূজা দাস স্বামী ও শিশুকে নিয়ে এনজেপির ওই হোটেলে ওঠেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তবে ২৪ তারিখ সকালবেলায় পূজার স্বামী গাড়ি বুকিংয়ের কথা বলে হোটেল থেকে বেরিয়ে যায়। এরপর আর সে ফিরে আসেনি বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ।
স্বামী ফের না আসায় হোটেলের কর্মীদের মনে সন্দেহ দানা বাঁধে। শুক্রবার গভীর রাতে তারা খবর দেন নিউ জলপাইগুড়ি থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হোটেল ঘর থেকে পূজা দাসের নিথর দেহ উদ্ধার করে এবং সেটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। নিখোঁজ স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নামানো হয়েছে বিশেষ দল।
স্থানীয়দের প্রশ্ন, ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এক মহিলা ও একটি পরিবারের এই রহস্যজনক দুঃখজনক পরিণতি ঘিরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।














