• Home
  • প্রযুক্তি
  • মাত্র ১৬ দিনে নির্মাণ: দুধিয়ায় প্রস্তুত ৪৬৮ মিটার হিউম পাইপ ব্রিজ
Image

মাত্র ১৬ দিনে নির্মাণ: দুধিয়ায় প্রস্তুত ৪৬৮ মিটার হিউম পাইপ ব্রিজ

বিশেষ সংবাদদাতা, দার্জিলিং

দার্জিলিং জেলার দুধিয়া অঞ্চলে বহু প্রতীক্ষিত বিকল্প হিউম পাইপ ব্রিজের নির্মাণকাজ অবশেষে সম্পূর্ণ হয়েছে। আগামীকাল থেকেই এই সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হবে। দার্জিলিং, মিরিক ও শিলিগুড়ির মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ পুনরুদ্ধারে এটি বড় ভূমিকা পালন করবে বলে প্রশাসন আশা প্রকাশ করেছে।

মোট ৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুতে ৭২ মিটার লম্বা হিউম পাইপ কজওয়ে নির্মাণ করা হয়েছে, যার প্রস্থ ৮ মিটার। ১২০০ মিমি ব্যাসের মোট ১৩২টি হিউম পাইপ বসিয়ে মাত্র ১৬ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। দ্রুত এই নির্মাণকাজ শেষ হওয়ায় রাজ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (PWD) উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, ১৯৬৫ সালে নির্মিত পুরনো সেতুটি দীর্ঘ বছর ব্যবহারের ফলে দুর্বল হয়ে পড়ে। সেই সেতুর পরিবর্তে রাজ্য সরকার প্রায় ₹৫৪ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সেতু নির্মাণের কাজ শুরু করেছে। নতুন সেতু তৈরি হতে সময় লাগায় বিকল্প সেতুটি এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য যাতায়াতে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয়দের বক্তব্য, এই সেতু সচল হওয়ায় এলাকায় পরিবহণ স্বাভাবিক হবে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্মাণকাজ এবং যানবাহন চলাচল পর্যবেক্ষণে বিশেষ নজরদারি থাকবে।

Releated Posts

রাজনগর এলাকায় আদিবাসী ছাত্রীদের কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে ।

বিশেষ সংবাদদাতা, বীরভূম রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর এলাকায় টিউশন শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন আদিবাসী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া,…

ByByKolkata NewsOct 27, 2025

দার্জিলিং মোড়ে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ক্ষতি কোটি টাকার

শিলিগুড়ির দার্জিলিং মোড়ে গভীর রাতে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় কোটি টাকারও বেশি সম্পত্তি ভস্মীভূত…

ByByKolkata NewsOct 27, 2025

শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?

শিলিগুড়ি নিউজ ডেস্ক: প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়ি পেয়েছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নতুন সম্পদ। কলকাতার নন্দনের পর বাংলার…

ByByKolkata NewsOct 26, 2025

এভারেস্ট বেস ক্যাম্পে রায়গঞ্জের জয়িতা, ইতিহাস গড়লেন জেলার প্রথম মহিলা হিসেবে ।

রায়গঞ্জের ইতিহাসে যুক্ত হল নতুন এক স্বর্ণালী অধ্যায়। প্রথমবারের জন্য রায়গঞ্জ থেকে কোনও মহিলা এভারেস্ট বেস ক্যাম্প (Everest…

ByByKolkata NewsOct 26, 2025
Scroll to Top