
শিলিগুড়ি: ভোর তিনটে থেকেই লালমোহন মৌলিক ঘাটে শুরু হয় ছট পুজোর আয়োজন। সকালেই উপস্থিত হয়ে যান ছট ব্রতীরা। পুজো সম্পন্ন হওয়ার পর শুরু হয় দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সেই সময়ই ঘটল বিশৃঙ্খলা। সতর্কবার্তা উপেক্ষা করেই অনেকে বস্ত্র সংগ্রহ করতে গিয়ে স্টেজের দিকে ধেয়ে আসেন। উদ্যোক্তারা বারবার মাইকে ঘোষণা করছিলেন স্টেজে না উঠতে, কারণ ভিড় বাড়লে স্টেজ ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। আহত হওয়ার আশঙ্কাও তুলে ধরেছিলেন তারা। তবুও কেউ সেই সতর্ক বার্তা গুরুত্ব দেননি।
ফলস্বরূপ বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। অধিকাংশই ছিলেন বয়স্কা মহিলা ও পুরুষ। বস্ত্র নেওয়ার তাড়াহুড়োয় কয়েকজন একে অপরের গায়ে পড়ে যান। একজন পড়ে যাওয়ার ঘটনাও সামনে আসে। যদিও বিতরণ বেশিক্ষণ না চলায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
ছট পুজো উপলক্ষে গত দুদিন ধরে প্রশাসন নজরদারি এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছিল। পুরসভার পক্ষ থেকেও ঘাটে ছিল পর্যাপ্ত নিরাপত্তা কর্মী। উদ্যোক্তাদের নির্দেশ ছিল কোথাও হুড়োহুড়ি না করতে, নইলে পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা থাকে। যদিও সেই নির্দেশ যথাযথভাবে মানেননি উপস্থিত মানুষের একাংশ।
তবুও শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। প্রশাসন এবং উদ্যোক্তাদের তৎপরতায় বড় কোনও অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি।














