
পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড এর উদ্যোগে জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় সিউড়িতে৷ সিউড়ি আব্দারপুরে এই সমবায় নিগম লিমিটেড এর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ি শাখার প্রবন্ধক ও সমবায় উন্নয়ন আধিকারিক প্রবীর সরদার, বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি স্বর্ণলতা সরেন, এ আর সি এস , বীরভূম স্বর্ণদীপ আচার্য্য, BENFED ম্যানেজার তারকনাথ দে সহ অন্যান্য অতিথি ও সুধীজনেরা৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান সহসভাধিপতি স্বর্ণলতা সরেন, এ আর সি এস বীরভূম স্বর্ণদীপ আচার্য্য ও WBTDCC এর ব্রাঞ্চ ম্যানেজার প্রবীর সরদার৷
জানা গিয়েছে, এই শাখার দ্বারা নিয়ন্ত্রিত বীরভূমের ১২ টি ল্যাম্পস ও মুর্শিদাবাদ জেলার ৩ টি ল্যাম্পস , মোট ১৫ টি ল্যাম্পস এর বিভিন্ন সাংস্কৃতিক দল এদিনের জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নেয়৷ জেলা স্তরের একই ভাবে অন্যত্র এই ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷
এরপর জেলা স্তরের বিশেষ স্থানাধিকারী দলগুলি আগামীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে বলে জানান আয়োজকরা৷ এদিন উপস্থিত সকলকে জলযোগে ও মধাহ্ন কালীন আহারে আপ্যায়িত করা হয় আয়োজকদের তরফে৷ এদিন মঞ্চে বিশেষ স্থান অধিকার করেছে এমন দলগুলিকে পুরস্কৃত করা হয়৷














