
সকাল থেকেই বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন বিএল ওরা। একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে , ওই সময়ের মধ্যেই শেষ করতে হবে কাজ। কাজেই সকাল থেকে সন্ধ্যা কাজ করে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে চলছে এস আই আর এর কাজ। শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে কিছু সমস্যা হলেও ভালোভাবেই চলছে এস আই আর এর কাজ।
শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরেরা জানালেন আমাদের কর্মীরা ভালোভাবেই মানুষকে সহযোগিতা করছেন। কোন সমস্যা হচ্ছে না, অনেকেই আছেন যারা বহিরাগত তারা দূর দূরান্ত থেকে খোঁজ নিয়ে যাচ্ছেন। আমরা যতটা পারা যায় তাদের সহায়তা করছি।
আমাদের কাছে যে যে নথিপত্র এবং কাগজপত্র আছে যদি কারো সাহায্য লাগে আমরা দেরী করছি না যতটা পারা যায় চেষ্টা করছি সাহায্য করতে। সবাই পরিশ্রম করছে আর কাজ হবেই। আমাদের কর্মীরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে সমস্যা তৈরি হলে তার সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। সময় লাগছে তবে কাজ হচ্ছে। আশা করছি ঠিক ঠিক সময় কাজটা শেষ করতে পারবো।














