
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: যত দিন যাচ্ছে, ততই জমে উঠছে ঐতিহ্যবাহী কোচবিহারের রাসমেলা। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলা দেখতে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ এমনকি সারা দেশ থেকেই মানুষ ভিড় জমাচ্ছেন কোচবিহারে। শিলিগুড়ি থেকেও প্রচুর মানুষ প্রতিদিন আসছেন এই মেলার টানে।
কোচবিহারের রাসমেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এখন এক সামাজিক মিলনক্ষেত্রও বটে। রাস উৎসবকে ঘিরে শহরের প্রতিটি কোণায় সাজ সাজ রব। বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানদাররা তাঁদের পসরা সাজিয়েছেন নানা ধরনের জিনিস নিয়ে – খেলনা, পোশাক, গয়না, মিষ্টি, মাটির সামগ্রী থেকে শুরু করে আধুনিক ইলেকট্রনিক দ্রব্যও রয়েছে এই মেলায়।
স্থানীয়দের মতে, রাসমেলা দেখা পুণ্যের কাজ হিসেবেই বিবেচিত হয়। তাই মানুষ পরিবার-পরিজন নিয়ে প্রতিদিন ছুটে আসছেন মেলায়। এবারের ভিড় গত বছরের তুলনায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন প্রশাসন ও দোকানদাররা।
একজন বাইরে থেকে আসা দোকানদার জানান, “এবারের মেলায় ভিড় দেখে আমরা খুবই আশাবাদী। ভগবানের ভরসায় আছি, মনে হচ্ছে এবারের ব্যবসা আমাদের হতাশ করবে না।”
রাস উৎসবের প্রথম কয়েক দিনেই দর্শনার্থীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এখনো অনেকদিন মেলা চলবে, তাই আগামী সপ্তাহে ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন স্থানীয় প্রশাসন।
পর্যটকদের কাছেও এই রাসমেলা এখন এক বড় আকর্ষণ। শহরের হোটেল ও লজে বুকিং চলছে টগবগে হারে। বলা যায়, কোচবিহারের এই রাসমেলা এখন উত্তরবঙ্গের উৎসব-পর্যটনের এক অপরিহার্য অংশে পরিণত হয়েছে।














