
ভাগ্য কখন যে কার জীবনে আলো নিয়ে আসে, তা কেউ আগে থেকে বুঝতে পারে না। দীর্ঘদিন ধরে দুঃখ-কষ্ট আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবন কাটানো এক স্বামীহীন মহিলার জীবনে ঘটল তেমনই এক অবিশ্বাস্য ঘটনা। মাত্র ৩০ টাকার একটি লটারির টিকিটই বদলে দিল তাঁর গোটা জীবন। এক লহমায় তিনি হয়ে উঠলেন কোটিপতি।
জানা গেছে, ওই মহিলা বহু বছর ধরে স্বামীহীন অবস্থায় সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করাই ছিল তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। কখনও ভাবেননি ভাগ্য এমনভাবে তাঁর পাশে দাঁড়াবে। লটারির টিকিট কাটার সময় তিনি ভেবেছিলেন, হয়তো সামান্য কিছু জিততে পারেন। কিন্তু এত বড় অঙ্কের টাকা পাবেন তা কল্পনাও করতে পারেননি।
লটারির ফলাফল জানার পর তিনি কার্যত স্তব্ধ হয়ে যান। আনন্দে এবং বিস্ময়ে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছিলেন না। ওই পাড়ারই এক যুবক প্রথম তাঁকে জয়ের খবরটি দেন। মহিলা জানান, “খবরটা শোনার পর মনে হচ্ছিল পাগল হয়ে যাব। বিশ্বাসই হচ্ছিল না। তবে এখন খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে।”
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এই অর্থ দিয়ে তিনি প্রথমে তাঁর ছেলেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। পড়াশোনা, ভালো জীবন সব কিছুর ব্যবস্থা করবেন। পাশাপাশি নিজেও একটু স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে চান। “অনেকটা বয়স কষ্টের মধ্যে কেটে গেছে। এবার একটু আনন্দে থাকতে চাই। নিজে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো,” বললেন তিনি।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে হঠাৎ ভাগ্যের এই বিরাট পালাবদল এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনা আবারও প্রমাণ করল ভাগ্য কখন, কোথায়, কার দরজায় কড়া নাড়বে, তা কেউই জানে না।














