
পতিত পাবন বৈরাগ্য ও সফিউল আলমের রিপোর্ট , সিউড়ী, বীরভূম: বীরভূম জেলার সদর শহর সিউড়ীতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দির। তাদের উদ্যোগে এবং পুরুলিয়া জেলার রামচন্দ্রপুরে অবস্থিত নেতাজী আই হসপিটালের সহযোগিতায় রবিবার, ১৪ ডিসেম্বর, সিউড়ীর অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন পরীক্ষা শিবির।
এই শিবিরে সিউড়ী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, তাঁদের মধ্যে শতাধিক রোগীর চোখে ছানি অপারেশন প্রয়োজন। আগামীকালই তাঁদের রামচন্দ্রপুরের নেতাজী আই হসপিটালে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের আজ দুপুরেই বাসের মাধ্যমে বিনামূল্যে রামচন্দ্রপুরে নিয়ে যাওয়া হবে এবং অপারেশন সম্পন্ন হওয়ার পর পুনরায় সিউড়ীতে ফিরিয়ে আনা হবে। রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়ার সমস্ত খরচ সম্পূর্ণভাবে বিনামূল্যে বহন করা হবে। এছাড়াও অপারেশনের পর প্রয়োজন অনুযায়ী চশমা, লেন্স এবং ওষুধও বিনামূল্যে প্রদান করা হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সিউড়ীর অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দিরের ইতিহাস। ১৯৮৭ সালে স্বর্গীয় শিক্ষক ও সমাজসেবক নিরঞ্জন হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় বীরভূম জেলার প্রথম সরস্বতী শিশু মন্দির প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি এসপি মোড় সংলগ্ন অরবিন্দ পল্লীতে অবস্থিত এবং শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী শিশু মন্দিরের সভাপতি লক্ষ্মণ বিষ্ণু, সম্পাদক পরিতোষ হাজরা, শিক্ষক ও সাংবাদিক পতিত পাবন বৈরাগ্য, আচার্য-আচার্যা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিশু মন্দিরের প্রধান আচার্য নির্মল ঠাকুর জানান, গত চার বছর ধরে নিয়মিতভাবে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং সারা বছর ধরেই নানা সমাজসেবামূলক কর্মসূচি পরিচালিত হয়।
শিবির সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন শিশু মন্দিরের কোষাধ্যক্ষ ও সমাজসেবক দেবব্রত মাহান্ত। মানবকল্যাণমূলক এই উদ্যোগে খুশি ও আশাবাদী শিবিরে অংশগ্রহণকারী সাধারণ মানুষ।





















