
রান্নাঘর আর সংসারের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এই দৃষ্টান্তই গড়লেন শিলিগুড়ির চম্পাসারী বটতলার বাসিন্দা জ্যোৎস্না রায়। রাজবংশী পরিবারের এই গৃহবধূ পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ রৌপ্য পদক জিতে গোটা শিলিগুড়ি শহর তথা উত্তরবঙ্গবাসীর গর্বের কারণ হয়ে উঠেছেন।
গত ১১ ডিসেম্বর হাওড়ার আন্দুলে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ। ওই প্রতিযোগিতায় দার্জিলিং জেলার প্রতিনিধিত্ব করে অংশ নেন জ্যোৎস্না। ৫৭ কেজি সিনিয়র বডি ওয়েট বিভাগে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে তিনি স্কোয়াটে ১০৫ কেজি, বেঞ্চপ্রেসে ৪৫ কেজি এবং ডেডলিফ্টে ১১৭.৫ কেজি ওজন তুলে রৌপ্য পদক নিশ্চিত করেন।
তার এই সাফল্যে খুশির হাওয়া শুধু শিলিগুড়িতেই নয়, গোটা উত্তরবঙ্গ জুড়েই। সংসারের দায়িত্ব সামলে যে ক্রীড়াক্ষেত্রেও রাজ্যস্তরে সাফল্য আনা সম্ভব জ্যোৎস্না রায় তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছেন।
নিজের সাফল্য সম্পর্কে জ্যোৎস্না বলেন, “আমাকে আমার পরিবারের সবাই সব সময় সাহায্য করেছে। তাঁদের সাপোর্ট না পেলে এই সাফল্য সম্ভব হতো না। আমি খুবই গর্বিত। আমি মনে করি, প্রত্যেক পরিবার যদি এইভাবে পাশে দাঁড়ায়, তাহলে সেই পরিবারের সকলেরই মঙ্গল হবে। যারা বাইরে গিয়ে নিজের পরিচিতি তৈরি করার জন্য লড়াই করছে, তারাও সমাজে আলাদা মর্যাদা পাবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, তিনি আরও এগিয়ে যেতে চান। তাঁর লক্ষ্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং নিজের সাফল্যের মাধ্যমে আরও বেশি করে ঘরের মহিলাদের অনুপ্রাণিত করা। “আমি চাই আমার মতো আরও অনেক গৃহবধূ এগিয়ে আসুক, সাহস পাক এবং নিজেদের স্বপ্ন পূরণ করুক,” বলেন জ্যোৎস্না।
রান্নাঘর থেকে রাজ্য মঞ্চ জ্যোৎস্না রায়ের এই সাফল্য নিঃসন্দেহে সমাজের বহু নারীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।














