
ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন ফের তীব্র রূপ নিল ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণার পর। মার্কিন সরকার জানিয়েছে, ২৭ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হচ্ছে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক। এই সিদ্ধান্ত ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। শুল্ক বৃদ্ধির ভিত্তি প্রেসিডেন্ট ট্রাম্পের ৬ আগস্ট স্বাক্ষরিত নির্বাহী আদেশ ১৪৩২৯, যা রাশিয়ার হুমকির জবাবে নেওয়া পদক্ষেপের অংশ।

তবে এই নীতির আওতায় ভারতকেও শুল্কের চাপে আনা হয়েছে। ফলে ভারতের বিস্তৃত পরিসরের পণ্য এই শুল্কের আওতায় পড়বে। যেসব পণ্য ওই তারিখের পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে বা গুদাম থেকে মুক্তি পাবে, সেগুলোকেই শুল্ক দিতে হবে। এর ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক চাপ আরও গভীর হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, অতিরিক্ত শুল্কে ভারতের রপ্তানিকারকরা বড় ধাক্কা খেতে পারেন এবং মার্কিন বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হবে। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও এর প্রভাব পড়তে পারে।

















