
ফের সামনে এলো শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার দাদাগি। বাঁকুড়ার বেলিয়াতোড় কলেজের পরিচলন সমিতির একটি সংগঠনিক বৈঠকে দুই অধ্যাপককে ফোনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।
বেলিয়াতোড়ের ব্লক সভাপতি দুজন অধ্যাপককে হুমকি দিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে এই ঘটনার প্রমাণ মিলেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ।
ঘটনাটি বেশ কয়েক মাস আগের। গত ৩ এপ্রিল ব্লক সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়, যদিও সেই অভিযোগ নিতে অস্বীকার করে থানা। পরবর্তীকালে বিষয়টি পুলিশ সুপারের কাছে জানানো হলে নড়েচড়ে বসে স্থানীয় থানার পুলিশ প্রশাসন। ঘটনা প্রকাশ্যে আসায় শিক্ষা মহলে বাড়ছে ক্ষোভ। পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগ করছেন কলেজে পড়াশোনা নয় শুধুই রাজনীতি হচ্ছে, ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ায় রাজনৈতিক পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে।














