
তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। ইডি সূত্রে খবর, বোলপুর শহরের প্রাণকেন্দ্র জামুনি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবকাশ আবাসনের তিন নম্বর তলায় একটি থ্রিবিএহিচকে ফ্ল্যাট কিনেছেন ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শুধু তাই নয় একই বছরে পাঁচ কাঠা জমিও কিনেছেন তিনি। জমি নিজের নামে কেনেননি তিনি কিনেছেন স্ত্রী টগরির নামে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তজরুপের অভিযোগ আছে তার বিরুদ্ধে সুতরাং অনুমান করা হচ্ছে সেই টাকা দিয়েই এই বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন তিনি।















