
আর মাত্র একমাস বাকি তারপরেই ঢাকে বাদ্দি বাজবে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো শুরু হবে। কয়েক মাস ধরেই চলছে প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই ক্লাবগুলিকে পুজোর অনুদান দিয়ে থাকেন, সেইমতো এবারেও এক লাখ দশ হাজার টাকা পুজো কমিটি গুলিকে অনুদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদান নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট।
অভিযোগ উঠেছিল পুজোর অনুদানের টাকা নয় ছয় করে ক্লাবগুলি টাকার হিসেবও দিতে পারেনি বেশ কয়েকটি পুজো কমিটি। এবার সেই মামলায় রায় ঘোষণা করলেও হাইকোর্ট। কোর্ট স্পষ্ট জানিয়েছে, যে সমস্ত ক্লাবগুলি অনুদানের হিসাব দিতে পারেনি তাদের এই বছর সম্পূর্ণ অনুদান বন্ধ করে দেওয়া হবে।

জানা যাচ্ছে যে, ৪১ হাজার ৭৯৫ টিক ক্লাব পুজোর অনুদান নিয়েছে গত বছর, তার মধ্যে তিনটি ক্লাব এখনো পর্যন্ত কোনো হিসাব দিতে পারেনি অনুদানের টাকা কোন খাতে খরচ হয়েছে তাই ওই তিন ক্লাবের অনুদান সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। দুর্গাপুজোর ছুটির একমাস পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।














