
২০২৬ সালে যখন রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই বছরেই মুক্তি পেতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তীর নতুন রাজনৈতিক ছবি ‘হোক কলরব’। ছবির মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নাম শুনলেই পশ্চিমবঙ্গবাসীর মনে ভেসে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের স্মৃতি। তবে রাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন,

তাঁর সিনেমায় কোনও নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ঘটনা হুবহু দেখানো হবে না। এখানে মূল বিষয়বস্তু ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, যেখানে তরুণরা জীবনের টানাপোড়েনের সময় কখনও হয়ে ওঠে নায়ক, আবার কখনও ভুল পথে হাঁটে। সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা, আবেগ, চাঞ্চল্য এবং বিদ্রোহ, সবটাই উঠে আসবে এই ছবিতে। রাজনৈতিক আবহকে কেন্দ্র করে হলেও ছবিটি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী। ‘হোক কলরব’-এর মাধ্যমে তরুণ প্রজন্মের স্বপ্ন ও সংগ্রামের গল্পই ফুটিয়ে তুলতে চান তিনি। ২০২৬ সালের অন্যতম আলোচিত মুক্তি হতে চলেছে এই ছবি।














