
সাঁকরাইলের ধুলোগড়ের ব্যানার্জি পাড়ার ১৭ বছরের কোয়েল বর সম্প্রতি আমেদাবাদে কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে জোড়া সোনার পদক জিতেছেন। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ থাকা কোয়েল ২০১৮ সাল থেকে কোচ অষ্টম দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন।

জেলা থেকে রাজ্য এবং পরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তার সাফল্য ধারাবাহিক। ফেব্রুয়ারি ২০২৩ থেকে জাতীয় ক্যাম্পে থাকছেন। কমনওয়েলথে তিনি ১৯২ কেজি ওজন তোলেন, স্নাচে ৮৫ কেজি ও ক্লিন ও জারকে ১০৭ কেজি। ইউথ ও জুনিয়ার দুই বিভাগেই সোনা জয়। তার বাবা-মা ও প্রতিবেশীরা গর্বে আপ্লুত, স্বপ্ন দেখছেন গ্রামীণ মেয়ের আন্তর্জাতিক ক্রীড়া সাফল্য।














