
আজই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃনমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, সেই সূত্র ধরেই পিসি সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে তলব করেছে ইডি। সকাল সকাল সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন বিধায়ক পিসি।
গোপন সূত্রের খবর, জীবনকৃষ্ণ শহর পিসিকে জিজ্ঞাসাবাদ করার পর তার বয়ান রেকর্ড করবেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রয়োজনে পিসি ভাইপোকে মুখোমুখি বসিয়া জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও খবর মিলেছে।

প্রসঙ্গত গত সোমবার ইডি জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পাশাপাশি পিসির মায়া সাহার সাইথিয়ার বাড়িতেও চালানো হয় তল্লাশি। কিন্তু আর্থিক তজরূপের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পিসি মায়া সাহা। যদিও জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা পুরোপুরি ভিন্নমত পোষণ করেছেন সংবাদমাধ্যমের সামনে। তিনি দাবি করেন অনেক বেনামী সম্পত্তি রয়েছে তার বোনের নামে।














