
লাগাতার বৃষ্টিপাত চলছে, উত্তর ভারতে। জম্মু-কাশ্মীরে ভয়াবহ ধসে মৃত্যু হলো বহু পণ্যার্থীর। বৈষ্ণোদেবী যাওয়ার পথে বড়োসড়ো ধস যার ফলে ৩২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে আপাতত স্থগিত রাখা হয়েছে বৈষ্ণদেবী যাত্রা। রেলপথ সড়ক পথেরও হাল বেহাল। জম্মু-পাঠানকোট যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। রেলপথেও এর প্রভাব পড়েছে বাতিল হয়েছে বহু ট্রেন। বিপর্যয়ের ভয়াবহতা এতটাই প্রখর ছিল যে, চারিদিকে শুধু মৃত্যুমিছিল শুরু হয়ে যায়।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনা শোক প্রকাশ করেছেন। যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন।
















