
কলকাতার সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ জাফর আলি আখানকে দেখা গেল টিএমসিপি-র কর্মসূচিতে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ লেখা হলুদ পাঞ্জাবি পরে সদস্যদের পোশাক বিতরণ করতে। জানা গেছে, এই পোশাক কেনার জন্য অর্থ দিয়েছিল ওয়েবকুপা এবং টিএমসিপি-র পক্ষ থেকে অনুদান।

অধ্যক্ষ নিজেই জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের অনুরোধেই তিনি এই পোশাক বিতরণ করেছেন। একই সময় কলেজে সেমেস্টার পরীক্ষা চললেও, অধ্যক্ষ দাবি করেছেন নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে, কোনও অভিযোগ আসেনি। যদিও বিরোধীরা অভিযোগ তুলছে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির প্রকাশ্য প্রভাব পড়ছে। অধ্যক্ষ বলেন, ‘‘ছাত্ররা ডেকে নিয়েছিল, অনুরোধ করেছিল বলে আমি কয়েকটি পোশাক বিতরণ করেছি।’’ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা ও রাজনীতির মিশ্রণ নিয়ে প্রশ্ন উঠছে।














