
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। জানা গিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে নিজেই এই আইনি পদক্ষেপের চিঠি প্রকাশ করেছেন।

সূত্রের খবর, গত ৯ আগস্ট বিজেপির নেতৃত্বাধীন নবান্ন অভিযানকে “চূড়ান্ত ফ্লপ” বলার পর অভয়ার বাবা সংবাদমাধ্যমে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সব সেটল করেছে।” এই মন্তব্যকে কুণাল ঘোষ মানহানিকর এবং ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী ইতিমধ্যেই অভয়ার বাবাকে নোটিস পাঠিয়ে জানিয়েছিলেন, চার দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু ক্ষমা না চাওয়ায় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন কুণাল ঘোষ।














