
আবারও ভয়াবহ দুর্ঘটনার কবলে এফ-১৬ যুদ্ধবিমান। বৃহস্পতিবার মহড়ার সময় হঠাৎ করেই ভেঙে পড়ে পোল্যান্ডের বায়ুসেনার আধুনিক এফ-১৬ জেট। আকাশ থেকে ধেয়ে আসা আগুনের গোলা মুহূর্তের মধ্যেই বিধ্বস্ত হয় মাটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা সাহসী পাইলটের। মর্মান্তিক সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা দেখে রীতিমতো হাড় হিম করছে দর্শকদের। বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখযোগ্যভাবে, এর আগে বাংলাদেশ ও আমেরিকায়ও সাম্প্রতিক সময়ে ভেঙে পড়েছে যুদ্ধবিমান।
একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠছে এই যুদ্ধবিমানের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তি সত্ত্বেও যন্ত্রগত ত্রুটি কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতিই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সরকার। তবে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা, কেন বারবার এফ-১৬ এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ছে? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব।


















