
রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় স্বস্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য স্কুল শিক্ষা দফতর প্রায় ৪২০০ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের পুরনো পদে ফেরার ছাড়পত্র দিল। শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি অভিযোগে বহু শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালতের রায়ে ফের তাঁদের চাকরি ফিরে পাওয়ার রাস্তা খুলল। শিক্ষা দফতর জানিয়েছে, একইসঙ্গে প্রায় ৪২০০ শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের পুরনো স্কুলে পুনর্বহাল করা হচ্ছে। এদিনই প্রত্যেককে চিঠি দিয়ে পুরনো চাকরিতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মহলে মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পরিবেশে নতুন করে স্থিতিশীলতা আসবে। একইসঙ্গে ৭ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত লিখিত পরীক্ষার আগেই এই পুনর্বহাল প্রক্রিয়া শেষ হওয়ায় চাকরি প্রার্থীদেরও স্পষ্ট বার্তা দিল কমিশন। শিক্ষাক্ষেত্রে দীর্ঘ টালবাহানার পর এই নির্দেশ কার্যকর হওয়ায় অনেকের মতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।














