শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপের ইঙ্গিত। সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, শনিবারের মধ্যেই দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হতে পারে। বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে তিনি রেকর্ড করিয়ে বলেন, কোনও দুর্নীতিগ্রস্ত বা চিহ্নিত অযোগ্য ব্যক্তি যদি ঘটনাচক্রে অ্যাডমিট কার্ড পেয়েও যান, তাঁর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এমনকি পরীক্ষা শেষে প্রমাণ মিললেও খারিজ করা হবে তাঁকে।

কল্যাণের দাবি, ‘‘আমাদের উপর ভরসা রাখুন, আমরা ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় এগোচ্ছি।’’ এই পদক্ষেপে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন আশা দেখা দিয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। বহুদিন ধরে আদালতের নির্দেশে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় এবার ন্যায়বিচারের রূপ দেখার প্রত্যাশা বাড়ছে। কড়া নজরদারির মধ্যে ৭ ও ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হওয়ার কথা। শিক্ষা দফতর সূত্রে খবর, যে কোনও দুর্নীতিগ্রস্ত উপাদানকে এবার আইনের মাধ্যমে ছেঁটে ফেলা হবে। ফলে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে আশ্বাস।














