
শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বহুল আলোচিত বিবাহ বিচ্ছেদ মামলা অবশেষে আদালতে খারিজ হল। দীর্ঘদিন ধরে টালমাটাল সম্পর্কের জেরে শোভন নিজের স্ত্রী রত্নার বিরুদ্ধে ডিভোর্স মামলা দায়ের করেছিলেন। কিন্তু আদালত শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন, এই মামলা গ্রহণযোগ্য নয়। মামলার রায় বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না বলেন, “আমি প্রথম দিন থেকেই সংসার বাঁচানোর চেষ্টা করেছি। আদালত আমার কথাকেই গুরুত্ব দিয়েছে।

সংসার ভাঙা সহজ নয়, আইনও তা মেনে নেয় না।” শোভনের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “শুধু নিজের ইচ্ছেতেই সংসার ভাঙা যায় না, দায়িত্ব নিতে হয়।” এই ঘটনার ফলে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বহু বছর ধরে ব্যক্তিগত জীবনের অশান্তি শোভনের জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু আদালতের এই রায়ের ফলে রত্নার অবস্থান আরও দৃঢ় হল। তিনি জানিয়েছেন, ন্যায়বিচারে তাঁর ভরসা আছে এবং তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। ফলে, এই মামলার খারিজ হওয়ার পর থেকে শোভন–রত্না সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।














