
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হচ্ছে। ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায়, তদন্তকারী সংস্থা ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে বলে জানা গিয়েছে। আদালতে হাজিরার আগে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবনকৃষ্ণ সাহা দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে মোবাইল ফোন ছুড়ে ফেলেননি, বরং পড়ে গিয়েছিলেন বলে সেই বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি, তাঁর সম্পত্তি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও ব্যাখ্যা দেন তিনি। বিধায়কের কথায়, তিনি দীর্ঘ দশ বছরের ব্যবসা থেকে তিলে তিলে ওই সম্পত্তি গড়ে তুলেছেন।
ইডির দাবি, জীবনকৃষ্ণ সাহার বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে, যা নিয়োগ দুর্নীতির অর্থে গড়ে উঠেছে। তবে বিধায়কের বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আদালতের নির্দেশ অনুযায়ী আজকের শুনানিতে ইডি হেফাজতের মেয়াদ বাড়ানো হবে কি না, তার দিকেই নজর সকলের। মামলাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।














